মো: আতাউর রহমান, তালা : তালায় অপরিকপ্লিতভাবে ঘের করায় বিভিন্ন এলাকায় জলা বদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে তালার ইসলামকাটি ও তেঁতুলিয়া ইউনিয়ানের কাজীডাঙ্গা, খরাইল, ভবানীপুর, দেওয়ানী পাড়া, মুড়াখুলি ও নওয়াপাড়া এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন এলকার পুল, কালভার্টের মুখে মাটি ও ইটের দেওয়াল দিয়ে আটকিয়ে রেখেছে অসাধু কিছু ঘের ব্যাবসায়ী। যার ফলে মোহনার বাজার থেকে আতাউর এর কাঠের দোকান পর্যন্ত পাকা রাস্তার উপর দুই থেকে তিন ফুট পানি জমে আছে যার ফলে বারাত, কাজীডাঙ্গার ছেলে মেয়েদের ঘোনা হাইস্কুল তালা কলেজ এ যাতাতের সময় খুবই দুর্ভোগ পোয়াতে হচ্ছে, পথচারীরাও প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এদিকে খরাইল ভবানীপুর অর্ধে শতাধিক পরিবার জলবদ্ধতা হয়ে আছে এবং খরাইল প্রথমিক বিদ্যালায় ও দেওয়নি পাড়া হাইস্কুল এর ভিতরে এক থেকে দুই ফুট পানিতে তলিয়ে আছে ছাত্র-ছাত্রী শ্রেণিকক্ষে ক্লাস নিতে পারছে না শিক্ষাকরা, যে কারণে তাদের খুলা আকাশের নিচে ক্লাস নিতে দেকা যায়, এব্যাপারে অভিভাবকের ও এলাকার লোকদের সাথে কথা বল্লে তারা বলে যে, পুল কালভার্ট এর মুখে মাটি ও অল বা বিভিন্ন স্থানে বাধের জন্য আমরা পানিবন্দি হয়ে আছি আমাদের কাজ কাম না থাকায় আমরা অধ্য অনা হারে জীবন জাপন করছি অনেকে এলাকা ছেড়ে জীবিকার তাগিদে বাহিরে চলে গিয়েছে।