ভয়াবহ জঙ্গি হামলা রুখে ৪ জঙ্গিকে হত্যা করা হয়েছে- এমনই দাবি করল পাকিস্তানি সেনাবাহিনী। রবিবার বিতর্কিত বেলুচিস্তানে ৪ সন্দেহভাজনকে গুলি করা হয়। পরে পাক সেনার পক্ষ থেকে জানানো হয়, ডেরা বুগতি এলাকার কোহলুতে অভিযান চালানো হয়। এখানেই সন্দেহভাজনদের সঙ্গে গুলির লড়াই চলে।
পাক সেনার জনসংযোগ বিভাগ আইএসপিআর জানিয়েছে, নিহত চারজন অপরহণ, নাশকতা ছড়ানোর কাজে জড়িত ছিল৷ পাশাপাশি তারা সেনা কর্মীদের উপর হামলাতেও জড়িত। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি জঙ্গি শিবির৷
বেলুচিস্তান এলাকা পাকিস্তানের বিতর্কিত অঞ্চল হিসেবে পরিচিত। এখানে স্থানীয় বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে দীর্ঘ কয়েক দশক ধরেই সংঘর্ষ জারি রেখেছে। অভিযোগ আছে, বেলুচিস্তানের বিদ্রোহ দমনে মানবাধিকার লঙ্ঘন করে পাকিস্তান সরকার। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে। বেলুচিস্তান লাগোয়া ইরানের অংশটির নাম সিস্তান-বেলুচিস্তান।