রাজনীতি

ইডেনের ২ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাময়িক বহিষ্কার

By Daily Satkhira

August 07, 2017

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক মিজানুর রহমান পিকুলের বিরুদ্ধে ঢাকার ইডেন কলেজের বর্তমান ও সাবেক দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ কারণে তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার (৬ আগস্ট) চকবাজার মডেল থানায় পিকুলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেন চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার। তিনি বলেন, ‘আগামীকাল (সোমবার) পূর্ণাঙ্গ তদন্ত শেষে মামলা নেওয়া হবে।’ লিখিত অভিযোগপত্রে ভুক্তভোগী ইডেন কলেজের সাবেক ছাত্রী বলেন, ‘আজ (রবিবার) রাত ৮টায় আমি, আমার স্বামী ও ছোট বোন পলাশী মোড়ের মাছবাজারে মাছ কিনতে গিয়েছিলাম। আমার ছোট বোন ইডেন কলেজে ইংরেজি বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী। সেই সময় মিজানুর রহমনা পিকুলও বাজারে ছিলেন । একপর্যায়ে হাঁটতে গিয়ে তার সঙ্গে আমার স্বামী রুহুল আমিনের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে পিকুল আমার স্বামীকে গালিগালাজ করতে থাকে এবং মারধর করতে উদ্যত হয় ।’ অভিযোগপত্রে আরও বলা হয়— ‘আমি ও আমার ছোট বোন প্রতিবাদ করায় পিকুল আমাদের ওপর চড়াও হয়। এরপর সে মোবাইল ফোনে তার অনুসারীদের ডেকে এনে আমাদের দুই বোনের শ্লীলতাহানি করে এবং আমার স্বামীকে মেরে রক্তাক্ত করে। মাছ বাজারের ব্যবসায়ীরা আমাদের সহযোগিতা করতে এলে পিকুল এবং তার অনুসারীরা তাদের ওপরও ক্ষিপ্ত হয়। পরে ঢাবি’র সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক রাসেল আহমেদ আমাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন।’ এদিকে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিকুলকে সাময়িক বহিষ্কারের তথ্য জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এতে স্বাক্ষর করেছেন ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন। তারা বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা শুনেছি। তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছি। অপরাধ করলে সংগঠনের কাউকে ছাড় দেওয়া হবে না।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে— বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী মিজানুর রহমান পিকুলকে (পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ ) দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সেই সঙ্গে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার কেন করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এদিকে পিকুলের বিরুদ্ধে এর আগে চাঁদাবাজি, ছিনতাই এবং সাংবাদিক নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা যায়। সাময়িক বহিষ্কারসহ বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।