সাতক্ষীরা

হরিজন ঐক্য পরিষদ সাতক্ষীরা’র মানববন্ধন

By Daily Satkhira

August 07, 2017

আসাদুজ্জামান : বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে এবং ৫ দফা দাবিতে সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। হরিজন ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বাবু লাল হেলার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপদেষ্টা চন্দন হেলা, সাধারণ সম্পাদক জঙ্গি লাল ডোম, সাংগঠনিক বাবু লাল, সহ-সভাপতি বাদল ডোম, যুগ্ন-সম্পাদক জীবন কুমার প্রমুখ। বক্তারা এ সময় বলেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বাংলাদেশে বসবাসরত হতদরিদ্র পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন জন গোষ্ঠীর আর্থ-সামাজিক, জীবন মান ও মানবাধিকার মর্যাদা উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে। এই জনগোষ্ঠী বংশ পরস্পরায় আদি পেশাজীবী হিসেবে পরিচ্ছন্নতা কর্মীর জাত-পেশা হিসেবে বিভিন্ন সরকারী-বেসরকারী স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছে। এই জনগোষ্টির মানউন্নয়নে জাতীয় বাজেটে ৮০ পার্সেন্ট কোটা বরাদ্দ দিলেও বাস্তবায়নে তার উল্টো চিত্র দেখা যায়। তাই হরিজন সম্প্রদায়ের মান উন্নয়নে তাদের স্থায়ী নিয়োগ, ৮০ পার্সেন্ট কোটা বরাদ্দসহ ৫ দফা দাবি তুলে ধরেন। মানববন্ধন শেষে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ সাতক্ষীরার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।