শিক্ষা

সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত

By Daily Satkhira

August 07, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ৩৭তম ব্যাচ এবং মিডওয়াইফারী ৫ম ব্যাচের শিক্ষার্থীদের শিরা বরণ, প্রতিক ধারণ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সকালে সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউটের হলরুমে সেবা ইনস্টিটিউটের নার্সিং ইনট্রাক্টর ইনচার্জ মঞ্জুরাণী দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমান। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউট একটি পরিবার। একই সূত্রে গাঁথা এ প্রতিষ্ঠানের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেবার মানসিকতার নিয়ে কাজ করবে। আগামী দিনে সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউট একটি মডেল ইনস্টিটিউট হিসেবে গড়ে উঠবে। বর্তমান প্রধানমন্ত্রী নার্সদের উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছেন। তাদের সকল প্রকার সুযোগ সুবিধা দিতে তিনি সচেষ্ট আছেন। সকলকে দক্ষ নার্স হিসেবে গড়ে উঠার আহবান জানান তিনি।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ আশিকুর রহমান, নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুন, সাতক্ষীরা সদর হাসপাতালের প্রধান সহকারী আশেক নেওয়াজ, মেডিকেল টেকনোলোজিস্ট (ল্যাব) রবীন্দ্রনাথ ঘোষ, সিনিয়র স্টাফ নার্স শিরিন সুলতানা, রোকেয়া খাতুন, দিথিকা রাণী মাধুকা, লাভলী ইয়াসমিন, সেলিনা খাতুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন চঞ্চলা রাণী সরকার, দিপালী সরকার, আমিনা আখতার বানু, সুরাইয়া ইয়াসমিন, অর্চনা প্রভাসহ নার্সিং শিক্ষক, শিক্ষার্থী ও সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নার্সিং ও মিডওয়াইফারী কোর্সের শিক্ষার্থীরা।