রেকর্ড পরিমাণ মূল্যে ইতিহাস গড়েই স্প্যানিশ ক্লাব পিএসজি’তে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। মাঠে নামেননি এখনও। তবে এরইমধ্যে তার নামে জার্সি বাজারে ছেড়েছে পিএসজি। আর একদিনেই ১০ হাজার পিস জার্সি বিক্রি হয়েছে। যা থেকে ক্লাবটি আয় করেছে এক লাখ ইউরো। প্রতিটি জার্সি ১০০ ইউরো করে বিক্রি হচ্ছে।
বলা হচ্ছে, আগামী মার্চ মাস পর্যন্ত এভাবে যদি বিক্রি হয় তবে নেইমারকে কিনতে বার্সাকে যে ট্রান্সফার ফি দিতে হয়েছে তা উঠে আসবে পিএসজির।
রেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরো দিয়ে পাঁচ বছরের জন্য বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছেন নেইমার। ১০ নম্বর জার্সি তাকে দেয়া হয়েছে। পিএসজির দুটি শপেই নেইমারের সব জার্সি বিক্রি হয়ে গেছে। ক্লাব ও জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাজারে আরও জার্সি আনার কথাও ভাবছেন।
উল্লেখ্য, ২৫ বছর বয়সী নেইমার বার্সেলোনা থেকে এবারের ট্রান্সফার উইন্ডোতে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড চুক্তিতে ৫ বছরের জন্য পিএসজিতে যোগ দিয়েছেন। ১০ নম্বর জার্সি পড়েই পিএসজিতে অভিষেক হতে যাচ্ছে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের।