কলারোয়া

কলারোয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ

By Daily Satkhira

August 07, 2017

কলারোয়া ডেস্ক : ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’- শীর্ষক স্লোগানে সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলারোয়া মডেল হাইস্কুলে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীরা যেন মাদকাসক্ত না হয় সে বিষয়ে শিক্ষক-অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে ওই সভার আয়োজন করে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। প্রতিষ্ঠানটির সভাপতি উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আসাদুজ্জামান সাহাজাদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, পিটিএ কমিটির সভাপতি মোহাম্মদ আলী, স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক রুহুল কুদ্দুস ও সিনিয়র শিক্ষক মোস্তফা বাকি বিল্লাহ শাহী। এসময় শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ মাহমুদ। অনুষ্ঠানে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় দুই জন প্রতিবন্দ্বি শিক্ষার্থীকে ৪হাজার ৫’শ টাকা করে অনুদান প্রদান করা হয়।