পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ সহকারী জজ হয়েছেন ১১২ জন সহকারী জজ। সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে আইন মন্ত্রণালয় থেকে তাদের পদোন্নতির প্রজ্ঞাপন হওয়ার কথা জানানো হয়। এতে বলা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ ও সমপর্যায়ের ১১২ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ বা সমপর্যায়ের পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।” পদোন্নতি পাওয়া বিচার বিভাগীয় এই কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আগের কর্মস্থলেই থাকতে হবে।