সাতক্ষীরা

সাতক্ষীরায় আদিবাসীদের অধিকার বাস্তবায়নে মতবিনিময় সভা

By Daily Satkhira

August 08, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরায় আদিবাসীদের অধিকার বাস্তবায়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবদুল হামিদ, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, কল্যাণ ব্যানার্জি, এম কামরুজ্জামান, বেসরকারি সংস্থা স্বদেশ পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ ভিশনের অপরেশ পাল, এড. ফাহিমুল হক কিসলু প্রমুখ। বক্তারা এ সময় বলেন, দেশের আদিবাসী সদস্যদের সমাজের মূলধারার সাথে নিয়ে আসতে হবে। শিক্ষা ও উন্নয়ন ধারায় একীভূত করে তাদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। কারণ সংবিধানে বলা হয়েছে দেশের সকল জাতিগোষ্ঠীর অধিকার এক ও অভিন্ন । তারা আরও বলেন, আদিবাসীরা শিক্ষা দীক্ষা উন্নয়ন সকল দিক দিযে পিছিয়ে পড়েছে। তাদেরকে দেশের প্রচলিত ধারার সাথে এগিয়ে নিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, আবাসন , চাকুরিসহ সকল বিষয়ে তাদের সমান সুযোগ থাকতে হবে। এ প্রসঙ্গে আরও বলা হয় সাতক্ষীরায় আদিবাসী মুন্ডাদের সাড়ে চার শত পরিবার রয়েছে। তাদের জনসংখ্যা দুই হাজারেরও বেশি। স্থানীয়ভাবে তাদের জন্য প্রকল্প হাতে নিয়ে কাজ করা হলে তারাও সমাজের সব ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারবে।