আসাদুজ্জামান : “বৃক্ষ রোপণ করে যে, সম্পদশালী হয় সে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে সাতক্ষীরা অফিসার্স ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আঃ রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের নেতৃত্বে র্যলিতে এ সময় অংশগ্রহণ করেন, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা, কর্মচারী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। র্যালি শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রসাশক আবুল কাসেম মোঃ মহিউদ্দিন। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) আব্দুল লতিফ খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম, কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান প্রমুখ। বক্তারা এসময় ফলজ বৃক্ষ রোপণের আহবান জানান। এবারের এ মেলায় বৃক্ষ মেলায় ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রকার গাছের ২২ টি স্টল স্থান পেয়েছে।