আসাদুজ্জামান : সাতক্ষীরায় বাস-মিনিবাস ও ট্রাক চালক/হেলপারদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার কে, এম আরিফুল হক, মেরিনা আক্তার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির, বিআরটিএ সাতক্ষীরা সার্কেল এর সহকারী পরিচালক প্রকৌশলী তানভির আহমেদ চৌধুরী, ট্রাফিক পরিদর্শক তপন কুমার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ প্রমুখ। এসময় বক্তারা এ বলেন, নিরাপদ সড়ক বাস্তবাযনের লক্ষ্যে বাস-মিনিবাস ও ট্রাক চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। সড়কের বেহালদশার কথা উল্লেখ করে বক্তারা গাড়ি চালকদের অতিরিক্ত লোড না নেয়ার সুপারিশ করেন এবং ওভার টেকিং এর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার উল্লেখ করেন।