জাতীয়

আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ নয়- হাইকোর্ট

By Daily Satkhira

August 08, 2017

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে আবু সালেহ শেখ মো. জহিরুল হককে চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীরের হোসেন ও বিচারপতি মো: আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মাদ আলী।

এর আগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে আবু সালেহ শেখ মো. জহিরুল হককে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার বৈধতা চ্যলেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফ উজ জামান মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার এই রিট করেন।

অবসর উত্তর ছুটি বাতিল করে আরও দু’বছরের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে আবু সালেহ শেখ মো. জহিরুল হককে গত ৬ আগস্ট চুক্তিভিত্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরের দিন ৭ আগস্ট তিনি সচিব হিসেবে যোগদান করেন।