সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভার সাংবাদিক সম্মেলন

By Daily Satkhira

August 08, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : বর্তমান সরকারের সময়ে সাতক্ষীরা পৌরসভার সাফল্য ও সেবাসমূহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে নান্দনিক উপায়ে তুলে ধরে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার নিমিত্তে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, শেখ শফিক উদ-দৌলা সাগর, মো. শফিকুল আলম বাবু, জাহাঙ্গীর হোসেন কালু, শেখ আব্দুস সেলিম, শাহিনুর রহমান শাহিন, অনিমা রাণী মন্ডল, কাজী ফিরোজ হাসান, পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ^াস, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিমপ্রকৌশলী সেলিম সরোয়ার, উপ-সহকারী প্রকৌশলী কামরুল আখতার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলী প্রমুখ। এসময় বর্তমান সরকারের আমলে সাতক্ষীরা পৌরসভার অর্জনসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে ২ কোটি টাকার টেন্ডার আহবান করা হবে। এছাড়া শহরের পাঁকাপোল থেকে দ্য পোল স্টার স্কুল পর্যন্ত প্রাণসায়র খালের দু’ধারের সম্পত্তি নিয়ে চলমান মামলাটি সাতক্ষীরা পৌরসভার পক্ষে রায় দিয়েছে আদালত। চলতি বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই শহরের পাঁকাপোল থেকে নারকেলতলা ব্রিজ পর্যন্ত প্রাণসায়র খাল পৌরসভার নিজস্ব উদ্যোগে স্কেভেটার মেশিন দিয়ে খনন করে দু’ধারে মানুষের চলাচল ও বসার উপযোগী নান্দনিক পরিবেশ তৈরি করা হবে এবং সুলতানপুর বড় বাজারে একাধিক স্থানে ভ্রাম্যমাণ ডাস্টবিণন বসানো হবে। ব্রিজের নিচে যে ড্যাম্পিং স্টেশন করা হয়েছে তা অপসারণ করা হবে ও প্রশাসন, সাংবাদিকসহ বাজার কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রচারণা চালানো হবে।