নিজস্ব প্রতিবেদক: যৌতুকের দাবীতে সাতক্ষীরার তালায় রেশমা বেগম (২২) নামে ছয় মাসের অন্তঃস্বত্বা স্ত্রীকে তার স্বামী পিটিয়ে হত্যা করার পর গালে বিষ ঢেলে আত্মহত্যার প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার বালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে ওই গৃহবধূকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। এদিকে, এ ঘটনার পর পলাতক রয়েছে গৃহবধূর স্বামী নজরুল ইসলাম কবির। স্থানীয়রা জানান, প্রায় ৮ মাস আগে উপজেলার আগোলঝাড়া গ্রামের আব্দুল গফুর মোড়লের মেয়ে রেশমা খাতুনের সাথে একই উপজেলার বালিয়া গ্রামের আহম্মেদ শেখের ছেলে নজরুল ইসলাম কবিরের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য গৃহবধু রেশমার উপর তার স্বামী কবির নির্যাতন চালাতো। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলেও নির্যাতন চালানোর একপর্যায়ে রেশমার মৃত্যু হয়। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িতারত ডাক্তার মো. ফয়সাল হোসেন জানান, যখন রেশমাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে, তখন তার মৃত্যু হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।