নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যু বার্ষিকী উদযাপন ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির আয়োজনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামুল হক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, প্রফেসর নিমাই মন্ডল, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি প্রফেসর আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, সাহিত্য সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, লায়লা পারভীন সেঁজুতি, মোঃ আমিনুল হক, প্রভাষক রেজাউল করিম, রফিকুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সদস্য শেখ হারুন উর রশিদ।