আশাশুনি ব্যুরো: আশাশুনিতে বৃক্ষরোপন আন্দোলন ও ফলজ বৃক্ষমেলা-১৭ এর উদ্বোধন ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১ম তলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান, জাতীয় মৎস্যজীবি সমিতি জেলা সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা কৃষকলীগ আহবায়ক স ম সেলিম রেজা সেলিম ও প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিপক কুমার মল্লিকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, পিআইও সেলিম খান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, প্রেসক্লাব সেক্রেটারী জি এম আল-ফারুক, যুগ্ম সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, এস এম আহসান হাবিব, এম এম সাহেব আলি, আকাশ হোসেন, তোতা, ফাইম-নাইম নার্সারী তত্ত্বাবধায়ক অহেদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোবিন্দ লাল কুন্ডু প্রমুখ। আলোচনা সভা শেষে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে লাল ফিতা কেটে ৩ দিনের বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।