প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত বৃক্ষ মেলায় সিদ্দিকী স্যানিটেশন উদ্ভাবিত কাঠ দিয়ে তৈরি অত্যাধুনিক প্রযুক্তির সহজ বহনযোগ্য ধোয়াবিহীন জ্বালানী সাশ্রয়ী রান্নার চুলার মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল লতিফ খান, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরোয়ার আলম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কাজী আ: মান্নান, জাগ্রত সাতক্ষীরা এর সভাপতি সায়েম ফেরদৌস মিতুল, সাবেক কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, বিকিরণ ৮৬ এর আইয়ুব আলী, নার্সারী মালিক সমিতির সভাপতি নুরুল আমিন প্রমুখ। সিদ্দিকী স্যানিটেশনের পরিচালক এবং উন্নত চুলার উদ্ভাবক মোস্তাক আহম্মদ সিদ্দিকী লিটন চুলাটির উদ্ভাবনের প্রক্রিয়া সম্পর্কে সকলকে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন ও চুলাটি জ্বালিয়ে প্রদর্শন করেন।