কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে পাচারের শিকার মহিলাদের ১৫দিন ব্যাপি দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাবের হলরুমে আর্ন্তজাতিক অভিভাবসন সংস্থা আইওএম এর সহযোগিতায় পাচারের শিকার মানুষদের সমম্বিত স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় দর্জি বিঞ্জান প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে কালিগঞ্জ ম্যানেজার সাবিব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা শিল্পকলা একাডেমির সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রুপান্তরের আউটরিজ ওয়ার্কার এসএম, আজিজুর রহমান। পাচারের শিকার ৭জন ভিকটিমকে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক নিলুভা জাহান নিরা। এই প্রশিক্ষণ চলবে আগামি ২৪ আগস্ট পর্যন্ত ।