কালিগঞ্জ

কালিগঞ্জে শোক দিবস পালনে প্রস্তুতি সভা

By Daily Satkhira

August 09, 2017

কালিগঞ্জ ব্যুরো : স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির গ্রহণের সিদ্ধান্ত হয়। সকাল ৯টায় সোহরাওয়ার্দী পার্ক শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শোক র‌্যালি, ১০টায় খানবাহাদুর আহছানউল্লাহ সেতু সংলগ্ম বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে আলোচনা সভা, শিশুদের চিত্রাঅংকন প্রতিযোগিতা, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচনা প্রতিদযোগিতা। পরে উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ প্রাপ্তদের যুবকদের মাঝে ঋণ, বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বাদজোহর সকল মসজিদে দোয়া মোনাজাত ও সুবিধা মত সময়ে অন্যান্য উপসানলায়ে বিশেষ প্রার্থনা। নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রাজিব হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ নাসির উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, অধ্যক্ষ কেএম জাফরুল আলম বাবু, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান, কৃষি কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রঞ্জু, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেট্রাক্টর মাহবুবর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা এমএ ওয়াজেদ আলী, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি নিয়াজ কওছার তুহিন, শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, সদস্য শেখ আবু হাবিব, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, আর্দশ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, থানা মসজিদের খতিব মাওঃ আশরাফুল ইসলাম আজিজি, হাজি তফিল উদ্দিন মাদ্রাসার সুপার মাওঃ রমিজ উদ্দিন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলার সকল সরকারি, বে-সরকারি, স্বায়িত্ব স্বাশিত, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত হয়।