মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ১৫ দিন ব্যাপী ৩ শ’ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা ২০১৬ এর নির্ধারিত সময়ের শেষের দিকে জমে উঠেছে মেলা। মেলায় উপছে পড়া ভীড়। মেলা প্রাঙ্গণে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা কিনছে তাদের পছন্দের জিনিস। মেলায় দেশের বিভিন্ন প্রান্তর থেকে শোভা বর্ধন করতে পসরা নিয়ে আসা ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার দোকানীরা চাইছে মেলার সময় বাড়াতে। যদি সময় না বাড়ায় মেলা কর্তৃপক্ষ তাহলে লোকসান গুণতে হবে তাদের। কঠোর হুশিয়ারী দিয়ে বলছে সামনের বছর আর তারা মেলায় পসরা নিয়ে আসবেনা। কারণ তাদের আসা-যাওয়া, জায়গার ভাড়া, থাকা খাওয়া খরচসহ সব মিলিয়ে যে অর্থ খরচ করেছে সে খরচ তাদের উঠবেনা। এ দিকে ক্রেতা ও দর্শানার্থীরা বলছে অনেক কিছু কিনতে ও দেখতে বাকি আছে। মেলায় আসা নড়াইলের কসমেটিকস্ এর দোকানদার আবুল কাশেম, ঢাকা থেকে আসা গার্মেন্টস্ দোকানদার শামীম, টাঙ্গাইলের জুতার দোকানদার আকাশ, রাজশাহীর কম্বলের দোকানদার মামুন এ প্রতিনিধিকে জানান, তারা অনেক আশা নিয়ে লাভের জন্য এসেছিলেন। ১৯ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হলেও ৮/৯ দিন মেলায় বেঁচা বিক্রি হয়নি। তাই আমরা শেষ সময়ে মেলা জমে উঠেছে। যদি মেলা নির্ধারিত সময়ে শেষ করে মেলা কর্তৃপক্ষ তাহলে আমরা প্রচ- লোকসানের স্বীকার হবো। মেলা কর্তৃপক্ষ আমাদের কথা না ভাবে আমরা আগামী বছর এ মেলায় আসবোনা। শ্যামনগর থেকে আসা ক্রেতা রুপচাঁদ মন্ডল. তালার বাসিন্দা ইয়াকুব, ঝিনাইদহা’র সাব্বির, পাইকগাছার আক্তারুল বলেন, এ মেলাটি আগে এক দেড় মাস ধরে চলতো আর এখন ১৫ দিন মেলা হলে কেনা বেঁচা ভালো হয়না। বিভিন্ন এলাকা থেকে মেলা লোক সমাগম হয় কিন্তু এবারে মেলা কেবল জমেছে। আরো কিছুদিন মেলা চলা উচিত। এ ব্যাপারে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র জানান, আমরা সকলের কথা ভেবে আমরা মেলা ১৫ দিনের জন্য বাড়নোর আবেদন ইতিমধ্যে করেছি। তাই ক্রেতা বিক্রেতা ও সচেতন মহলের দাবি গুড়পুকুর মেলাটি’র সময় কিছুদিন বাড়ালে সকলের স্বার্থে ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।