সাতক্ষীরা

সাতক্ষীরায় জলাদ্ধতা দূরীকরণ, শিশু ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদসহ নানা দাবিতে মানববন্ধন

By Daily Satkhira

August 09, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরায় জলাবদ্ধতা দূরিকরনের দাবীতে এবং এতিম শিশু পরিবারের শিশুদের উপর যৌন নির্যাতন, সাংবাদিক নির্যাতন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম-দুনীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা সম্মলিত ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচিটি পালিত হয়। জেলা বাস্তহারালীগের সভাপতি আব্দুস সামদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা ভুমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস ছাত্তার, জেলা ভুমিহীন সমিতির একাংশের সভাপতি কওছার আলি, উন্নয়ন যুব সংগ্রাম পরিষদের সভাপতি আজাদুর রশিদ বুলবুল, প্রতিবন্ধি পূর্ণবাসন কল্যান সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, মফিজুর রহামান, মিলন হোসেন রবিউল ইসলাম প্রমুখ। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন, জেলা ভুমিহীন ঐক্য পরিষদ, আওয়ামী বাস্তহারালীগ, সাতক্ষীরা উন্নয়ন যুবসংগ্রাম পরিষদ, রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন, প্রতিবন্ধি পূর্নবাসন ও কল্যান সমিতি, বেতনা নদী ও অন্যান্য নদী বাঁচাও আন্দোলন কমিটি, প্রগতিশীল সাংস্ককৃতিক জোট, পরিবেশ সংরক্ষন মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি, হকার্সলীগ ও প্রতিবন্ধি নারী উন্নয়ন সংস্থা। বক্তারা এ সময় বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আজ সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিকরা যাতে আর হয়রানির শিকার না হয় সে জন্য তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সাতক্ষীরায় এতিম শিশুদের উপর যারা অমানুষিক যৌন নির্যাতনে চালিয়েছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। ভুমিহীনদের মাঝে খাস জমি বিলি বন্ঠনসহ জেলা বাসিকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করার জোর দাবি জানান বক্তারা।