শিক্ষা

সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা সানজিদা শাহনাজ

By Daily Satkhira

August 09, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সানজিদা শাহনাজ আবারও সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সানজিদা শাহনাজ সদর উপজেলার মাস্টারপাড়া গ্রামের মোশাররফ হোসেনের জৈষ্ঠ কন্যা। ২০১২ ও ২০১৬ সালে সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকা নির্বাচিত হয়েছিলেন। তিনি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি লাভ করেন এবং এসএসসিতে ১ম বিভাগে উত্তীর্ণ হন। এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ১ম বিভাগে পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাণিবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকে ঢাকা বিভাগের মধ্যে ১৩তম স্থান লাভ করেন। স্নাতকোত্তর পরীক্ষায় ফিসারিজ বিভাগ থেকে ঢাকা বিভাগের মধ্যে ১৭তম স্থান লাভ করেন। এছাড়াও তিনি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। বিভিন্ন সময় তিনি গল্প, কবিতা, ছড়া, গান ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছেন। ২০১১ সাল থেকে তিনি দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তিনি নিজস্ব উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, ফুল ও ফলের বাগান স্থাপন, প্রতিনিয়ত অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের ইউনিফর্ম প্রদানসহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।