সাতক্ষীরা

ধুলিহরে রাস্তায় ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সঘর্ষ আহত ৫

By Daily Satkhira

October 01, 2016

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাচ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাটিয়াডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ায় আনসার সরদারের বাড়ির সামনে পাটকাঠি বোঝাই একটি ভ্যান রাখাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় আনসার ও আরিফুল নামে দুই ব্যক্তি। এক পর্র্যায়ে আরিফুলের নেতৃত্বে বিল্লাল, সাইফুল্লাহ, আহসান উল্লাহ, জাকির, সাদ্দামসহ দশ বারো জন দেশিয় অস্ত্র নিয়ে আনসারের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে তাদের দায়ের কোপে আনসার, নুর ইসলাম তার স্ত্রী খুকুমনি, ছেলে রহমান, ভাই আমজেদ মারাত্বক জখম হয়। রাতেই স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সুপুরিঘাটা ক্যম্পের ইনচার্জ এস আই কাদেরকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছিল। এ ঘটনায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।