শেখ তহিদুর রহমান ডাবলু : মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে পূর্বের কর্মস্থলের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ৩ বার তাকে টাকা প্রেরত দেওয়ার জন্য নোটিশ পাঠানো হলেও তিনি বহাল তবিয়তে। জানাগেছে, মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন কয়েকবছর পূর্বে সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসায় আরবি প্রভাষক পদে কর্মরত ছিলেন। সে সময় তিনি ও তার সহযোগী আড়–য়াখালী দাখিল মাদ্রাসার সুপার মোঃ আলতাফ হোসেন আহছানিয়া আলিম মাদ্রাসার ভবন নির্মাণের জন্য ২০১৪ সালে মাদ্রাসার ফান্ড থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু তারা প্রতিষ্ঠানের কোন কাজ করে টাকাগুলো আত্মসাত করেন। ইতোমধ্যে নাসির উদ্দীন মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ যোগদান করেন। টাকা গুলো ফেরত দেওয়ার জন্য বারবার তাদের অনুরোধ জানানো হলে কোন কাজ হয়নি। উপায় না পেয়ে ইতোমধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর পর ৩টি নোটিশও প্রদান করা হয়েছে। তারপরও নাসির উদ্দিন ও আলতাফ হোসেন টাকাগুলো ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করেননি। এদিকে টাকা উদ্ধারের জন্য প্রতিষ্ঠার অধ্যক্ষ মাও. আব্দুল মজিদ সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতেও কোন কাজ হয়নি। তারা টাকাগুলো ফেরত না দিয়ে মাদ্রাসার অধ্যক্ষসহ স্বাক্ষীদের মিথ্যা মামলায় আটকসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। এঘটনায় প্রতিষ্ঠানের টাকা উদ্ধারের দাবিতে গত ৮ আগস্ট’১৭ তারিখে আহছানিয়া মিশন মাদ্রাসার সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে সদর থানার এস আই এনামুল জানান, অভিযোগটি তার কাছে রয়েছে। তবে অভিযোগে তার যে ঠিকানা উল্লেখ্য করা হয়েছে সে ঠিকানা অনুযায়ী তাকে পাওয়া যাচ্ছে না। যে কারণে একটু সময় লাগছে। তাকে খুজে পেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার যোগদানের পর পরই অভিযোগ সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগে জেল হাজত ও খেটেছেন নাসির উদ্দিন। এছাড়া তার নামে নাশকতারও ২টি মামলা রয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানের টাকা আত্মসাথের ঘটনায় সাতক্ষীরা সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যে কারণে অবিলম্বে ওই নাসির উদ্দীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।