যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির ঘণ্টাখানেকের মধ্যেই বুধবার এই হুমকি দেয় উত্তর কোরিয়া।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, পিয়ংইয়ংয়ের নেতা কিম জং-উন এই পরিকল্পনা অনুমোদন করলে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম বিমান ঘাঁটির কাছাকাছি এলাকায় উত্তর কোরিয়া চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান বাহিনীর একটি ঘাঁটি, কৌশলগত বোমারু বিমান এবং প্রায় ১ লাখ ৬৩ হাজার মানুষ রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সমুচিত জবাব দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা জবাব হিসেবেই গুয়ামে হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
এদিকে হামলার হুমকি দিয়ে উত্তর কোরিয়া নিজেদের ধ্বংস ডেকে আনছে বলে হুশিয়ার করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস।