আন্তর্জাতিক

সরকারি চাকরিতে কোটার দাবিতে মুম্বাইয়ের রাস্তায় ৮ লাখ মারাঠি

By Daily Satkhira

August 10, 2017

সরকারি চাকরি ও কলেজগুলোতে কোটার দাবিতে ৮ লাখ মারাঠি বিক্ষোভকারী মুম্বাইয়ের রাস্তায় নেমেছে। এসময় তারা ট্রাফিক ও রেলযোগাযোগ বন্ধ করে দেয়। মারাঠা সম্প্রদায়ের সকল বয়সের মানুষ জাফরান রংয়ের পতাকা উড়িয়ে রাস্তায় ক্ষোভ প্রকাশ করে।

এ ব্যাপারে এনডিটিভির খবরে বলা হয়, বুধবার মুম্বাইয়ে এতো বিশাল জনসমাবেশের কারণে শহরে যানচলাচল বন্ধ হয়ে যায়, আন্তঃনগর ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। এদিকে জানা যায়, সম্ভাব্য কোন আপত্তিকর ঘটনা এড়াতে ১০ হাজার পুলিশকে প্রস্তুত রাখা হয়েছিলো।

উল্লেখ্য, গত বছর থেকে শুরু হওয়া এই আন্দোলনের এটা হলো মারাঠীদের ৫৭তম বিক্ষোভ। মারাঠা সম্প্রদায় তাদের দাবি দাওয়া আদায়ের জন্য এসব ক্ষোভ জানিয়ে আসছেন। শহরের ৪০০ স্কুল বন্ধসহ বিভিন্ন ছোট ছোট চাকরিজীবীরা তাদের কর্মস্থলে যাওয়া বন্ধ রেখেছেন।