সাতক্ষীরা

ভোমরা শ্রীরামপুরে লাবণ্যবতী খালের উপর নির্মিত ব্রিজ উদ্বোধন

By Daily Satkhira

August 10, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর লাবণ্যবতী খালের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৬-১৭ অর্থ-বছরের বাস্তবায়িত সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পে নব-নির্মিত ব্রিজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন (ত্রাণ শাখা) এর আয়োজনে গৌর চন্দ্র মন্ডলের বাড়ির পাশে শ্রীরামপুর এলাকায় ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনামুল হক বিশ^াস, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ভোমরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোনাজাত আলী গাজী ও গৌর চন্দ্র মন্ডল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইউপি সদস্য আব্দুল গণি, মোসলেম আলী, মহিলা সদস্য হামিদা খাতুন ও আম্বিয়া খাতুনসহ দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দ ফলক উন্মোচন ও ফিতা কেটে নব-নির্মিত এ ব্রিজের উদ্বোধন করেন। ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর লাবণ্যবতী খালের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৬-১৭ অর্থ-বছরের বাস্তবায়িত ৫০ লক্ষ টাকা ব্যয়ে ৬০ ফুট নব-নির্মিত ব্রিজটি উদ্বোধন করা হয়। ব্রিজটি উদ্বোধনের ফলে দুইটি ইউনয়নের ২০ হাজার মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পুরণ হওয়ায় ঐ এলাকার সকল মানুষের মাঝে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা যায়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবু সালেক।