মাহফিজুল ইসলাম আককাজ : ‘সমাজসেবার প্রচেষ্টা এগিয়ে যাবে দেশটা, প্রধানমন্ত্রীর সদা হাস্যময় মুখ অসহায়ের পরিতৃপ্ত সুখ’ এই স্লোগানকে সামনে রেখে সদর উপজেলার দলিত, হরিজন, বেদে ও হিজড়া ব্যক্তিদের মাঝে বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সমাজের অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দলিত, হরিজন, বেদে ও হিজড়া আপনারা ও এদেশের মানুষ। শিক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য বর্তমান সরকার নানামুখি সহায়তা দিচ্ছে। শোকের মাসে আসুন দেশের উন্নয়নে শোককে শক্তিতে পরিনত করি।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম ও মোখলেছুর রহমান প্রমুখ। ৩৫ জন দলিত, হরিজন ও বেদে ব্যক্তিদের বিশেষ ভাতা, ৬২ জন দলিত, হরিজন ও বেদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক, ১৩ জন হিজড়াকে ভাতা, ১ জন হিজড়া শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি, ২ শ’ ৪৫ জন প্রতিবন্ধ কে শিক্ষা উপবৃত্তি ও ৩৭ লক্ষ টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান।