আসাদুজ্জামন : সাতক্ষীরায় ঢাকাগামী চিত্রা পরিবহন তল্লাশি চালিয়ে দেড়’শ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যাবসায়িকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরের সাতক্ষীরা শহরের জজ কোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ফেন্সিডিল ব্যাবসায়ি কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা খাঁঘাট এলাকার আব্দুল গফ্ফারের ছেলে সাইফুল ইসলাম, যশোর জেলার চৌগাছা উপজেলার কয়ারঘাট গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে চিত্রা পরিবহনের ড্রাইভার শামীম ওরফে আসাদুল হক ও কুড়িগ্রামে জেলার পাইকপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে চিত্রা পরিবহনের হেলপার হাফিজুর রহামান। ডিবি পুলিশের এস আই আবুল কাসেম জানান, সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে পরিবহন যোগে বিপুর পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা পরিবহনে শহরের জজ কোর্ট এলাকায অভিযান চালনো হয়। পরে ওই পরিবহনে তল্লাসি চালিয়ে দেড়’শ বোতল ফেন্সিডিলসহ উক্ত তিনজনকে আটক করা হয়। তবে, পরিবহনে এ সময় কোন যাত্রী ছিল না। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৩৭।