কালিগঞ্জ

কালিগঞ্জে বিজিবি-শ্রমিক সংঘর্ষে আড়াই ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে বাস চলাচল

By Daily Satkhira

October 01, 2016

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে বিজিবি ও বাস শ্রমিকদের মধ্যে অপ্রীতিকর ঘটনার জেরে কালিগঞ্জ- খুলনা মহাসড়কে সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা বন্ধ থাকার পর আবাও শুরু হয়েছে বাস চলাচল। বাসমালিক ও শ্রমিকরা জানান, শনিবার সকালে বিজিবির ১৭ ব্যাটালিয়নের কয়েকজন সদস্য সাতক্ষীরা অভিমুখে যাবার পথে কালিগঞ্জ বাস টার্মিনালের পাশে সড়কে বাস যট দেখে থেমে যান। পরে কোনো কিছু বুঝে উঠবার আগেই তারা শ্রমিকদের মারধর করতে শুরু করেন। এ সময় কমপক্ষে দুটি গাড়ির গ্লাস ভাংচুর করে বিজিবি। বাস মালিক সমিতির আঞ্চলিক নেতা আজিজ আহমেদ পুটু জানান, বিজিবির লাঠির আঘাতে আহত হয়েছেন স্টার্টার মিহির মিত্র, শ্রমিক আবদুস সাত্তার, চালক মহসিন আলি ও কামরুল ইসলামসহ বেশ কয়েক জন। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি করা হয়। এ ব্যাপারে কালিগঞ্জ সার্কেলের এএসপি মীর্জা সালাহউদ্দীন জানান, বিষয়টি প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানোর পর তারা বিষয়টি দ্রুত নিষ্পত্তি করবেন বলে আশ্বাস দেয়ার পর বাসমালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে আবারও বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। এদিকে, শ্রমিকদের সাথে এমন অপ্রীতিকর ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিজিবির কালিগঞ্জ ক্যাম্প থেকে জানানো হয় এ ব্যাপারে তাদের কিছুই জানা নেই।