খন্দকার আনিসুর রহমান আনিস : আলীপুর ইউনিয়ন পরিষদের ৫ টি ওয়ার্ডের নির্বাচনের চেয়ারম্যান পদে ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে। আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬’র রির্টানিং অফিসার ও সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নকিবুল হাসান স্বাক্ষরিত এক পত্রাদেশে এতথ্য নিশ্চিত করা হয়েছে। আদেশ সূত্রে জানা যায়, আপিল বিভাগের দাখিলকৃত সিপিএলএ নং-২০৮৬/১৭ এ ০৭ জুন ২০১৭ তারিখে প্রদত্ত আদেশ এবং রিট পিটিশন নং-৪৯৭৪/১৬ এ মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক ১৩ এপ্রিল’ ১৭ তারিখের প্রদত্ত আদেশানুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪১.০০১.১৭-৪৩৭ তারিখ ০৮/০৮/২০১৭ এ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ও জেলা নির্বাচন আফিসারের স্মারক নং-১৭.০৫.৮৭০০.০০০.৪১.০০১.১৬.৪৩৯ তারিখ ০৮ আগস্ট ’১৭ মোতাবেক আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬’র রির্টানিং অফিসার ও সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নকিবুল হাসান সাতক্ষীরা জেলার সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের ১,২,৩,৫ও ৬ নং ওয়ার্ডের চেয়ারম্যান পদের ফলাফল বাতিল করেছেন। এছাড়াও আদেশে আরো জানানো হয়েছে, সাতক্ষীরা জেলার আলিপুর ইউনিয়ন পরিষদের ১,২,৩,৫ ও ৬ নং ওয়ার্ডের চেয়ারম্যান পদের পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্বাচন কমিশন সচিবালয় হতে প্রাপ্তি সাপেক্ষে বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জানানো হবে। এব্যাপারে ৭নং আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬’র রির্টানিং অফিসার মোঃ নকিবুল হাসান জানান, গত ৯ আগস্ট রিটার্নিং অফিসার হিসাবে আমি উপপ/সাত/সদর/২০১৭/২২৬ নং স্মারকে আলীপুর ইউপি নির্বাচনের মোট ৫ ওয়ার্ডের চেয়ারম্যান প্রার্থীর ফলাফল বাতিল ঘোষণা করেছি। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী পুনরায় ভোটের সময় নির্ধারণ হবে। অন্যদিকে, আলীপুর ইউপির চেয়ারম্যান পদে সদ্য নির্বাচনে জয়ী মহিয়ূর রহমান ময়ূর মুঠোফোনে ডেইলি সাতক্ষীরা-কে বলেন, “এসব ষঢ়যন্ত্রেরই অংশ। আদালতের যে আদেশের কথা বলে রিটার্নিং অফিসার ফলাফল বাতিলে চিঠি ইস্যু করেছেন আমি সেই আদেশের বিরুদ্ধে রিট করে পাওয়া স্থগিতাদেশের কপি ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে জমা দিয়ে তার রিসিভ কপিও নিয়ে এসেছি গত ১ অগাস্ট। কিন্তু তা না মেনে অনিয়ম করে এই চিঠি ইস্যু করা হয়েছে।”