কলারোয়া

সঙ্গীতে দেশের কনিষ্ঠতম অধ্যাপক সাতক্ষীরার ড. লিটন

By Daily Satkhira

August 10, 2017

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন সঙ্গীত বিভাগের শিক্ষক ড. জাহিদুল কবীর। এছাড়াও বাংলাদেশে সঙ্গীত বিভাগের যে কয়জন অধ্যাপক রয়েছেন তাদের থেকে কম সময়ে অধ্যাপক হয়ে সারা দেশে খ্যাতি অর্জন করেছেন তিনি। অধ্যাপক ড. জাহিদুল কবীর লিটন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রথম শিক্ষার্থী যিনি বাংলাদেশের কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষক। এছাড়া তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যাপক যিনি বিশ্ববিদ্যালয়ে ২০০৬ সালে প্রভাষক পদে যোগদান করে পদোন্নতি হয়ে অধ্যাপক হয়েছেন। এছাড়া প্রফেসর ড. জাহিদুল কবীর লিটন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, ড. লিটন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা’ সূর্যসেন হলের আবাসিক ছাত্র ছিলেন। তিনি ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের ঘনিষ্ঠ বন্ধু। প্রফেসর ড. জাহিদুল কবীরের পদোন্নতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিক সমিতি অভিনন্দন জানিয়েছেন। খ্যতিমান এ শিক্ষকের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। তাঁর পিতার নাম মাস্টার ওজিয়ার রহমান। কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজার শ্যালক তিনি।