এম বেলাল হোসাইন : সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের দুর্নীতির ঘটনায় সংবাদ প্রকাশের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ খবর মিথ্যা প্রমাণিত করতে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছেন সদর সাব- রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দলিল লেখকদের হাতে জিম্মি হয়ে রয়েছে জমি বিক্রেতা ও ক্রেতারা। অফিস ম্যানেজ করার নাম করে সরকারি রাজস্ব ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় করে তারা হাতিয়ে নিতে থাকে লক্ষ লক্ষ টাকা। এদিকে সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির হিসাবে গোজামিল, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সমিতির প্রচার সম্পাদক, অডিটর এবং অর্থ-সম্পাদক বুধবার সমিতির প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছে। পদত্যাগপত্র জমাদানকারীরা হলেন প্রচার সম্পাদক শেখ আজাদ হোসেন (সনদ নং ০৩/১৭), অডিটর মোঃ রফিকুল ইসলাম (সনদ নং ১৩/০৯), এবং অর্থ সম্পাদ সাহাজান আলী (সনদ নং-৫৬/৮২)। উক্ত সমিতির সাধারণ সভায় হিসাব সংক্রান্ত জটিলতা ও অনিয়ম দুর্নীতির ব্যাপক অভিযোগ ওঠে। বিগত দিনে এ সব জটিলতা নিয়ে বার বার প্রতিবাদ হলেও নেতৃবৃন্দ কোনো কর্নপাত করেননি বলে জানিয়েছেন তারা। এসব কারণে সমিতির আরও তিন কর্তা ব্যক্তি পদত্যাগ করবেন বলেন গোপন সংবাদে জানা গেছে। সমিতির কর্তাব্যক্তিরা সরাসরি দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে তাদের অভিযোগ। ফলে এক পর্যায়ে পদত্যাগকারীগণ হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়ে। পদত্যাগকারীরা গত সাধারণ সভায় এসব বিষয়ে প্রতিবাদ জানালেও কোনো নিরসন হয়নি। অন্যায়ভাবে সমিতির নামে চাঁদাবাজি অধিক টাকার বিনিময়ে দলিল লেখাসহ বহু অভিযোগ তাদের বিরুদ্ধে। কোনভাবে তাদের এসব প্রতিনিধিরা পদত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে বলে তারা জানান। উল্লেখ্য, সদর সাব রেজিস্ট্রি অফিসের অনিময় দুর্নীতির ঘটনায় গত ৯ অগাস্ট দৈনিক আজকের সাতক্ষীরা ও সাতক্ষীরার জনপ্রিয়তম অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসেন তারা। কিন্তু সংগঠনের নেতৃবৃন্দ দুর্নীতির বিষয়টি বন্ধ করার জন্য কোন উদ্যোগ না নিয়ে উল্টো তারা কোন দুর্নীতির সাথে জড়িত নন বলে প্রমাণ করার চেষ্টা করছেন। এ বিষয়ে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “দুর্নীতি হয়ে এমন কোন প্রমাণ আমাদের কাছে নেই। রিপোর্ট হচ্ছে। কিন্তু কিসের উপর ভিত্তি করে হচ্ছে সেটা আমার জানা নেই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিসের দুর্নীতি সেটাইতো বুঝতে পারছি না। তবে যদি আমাদের সংগঠনের কোন ব্যক্তি দুর্নীতির সাথে জড়িত এমন প্রমাণ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অনিয়ম দুর্নীতির অভিযোগে ৩ জন পদত্যাগের বিষয়ে আমাদের কাছে এমন কোন তথ্য নেই বলে তিনি জানান।