কালিগঞ্জ ডেস্ক : কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে প্রদত্ত ভিজিএফ’র গম সরকারি নির্দেশনা অনুযায়ী না দিয়ে আত্মসাতের ঘটনায় আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হয়েছে। উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম বৃহস্পতিবার সকালে বিষয়টি তদন্ত করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান, ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, মথুরেশর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, ইউপি সদস্যসহ ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন। গত ১ জুলাই প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দরিদ্রদের জন্য প্রেরিত গম পরিমাণে কম দিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে মথুরেশপুর ইউপি’র ৮নং ওয়ার্ডের সদস্য সৈয়দ হেমায়েত আলী ছোট বাবু’র বিরুদ্ধে। তাৎক্ষণিক অভিযোগ পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম ঘটনাস্থলে যান। তিনি পাচারের সময় জনতার হাতে আটক এক বস্তা (ইনটেক) গম জব্দ করে ইউপি সচিবের জিম্মায় রেখে আসেন। দরিদ্র ব্যক্তিদের গম আত্মসাত ও গম পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডেপুটি কমান্ডার ও সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম দুদক এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ৩ জুলাই লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসানের নির্দেশে বৃহস্পতিবার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম সরেজমিন তদন্ত করেছেন।