সাতক্ষীরা

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ১৮ তম প্রতিষ্ঠা পালিত

By daily satkhira

October 01, 2016

নিজস্ব প্রতিবেদক:  র‌্যালি ও আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় চ্যানেল আইয়ের দর্শক ফোরামের সভাপতি অধ্যক্ষ আনিছুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল হক, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, এনটিভি’র জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী প্রমুখ। চ্যানেল আইয়ে’র প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজনৈতিক, সরকারি কর্মকর্তা, সামাজিক ও সূশীল সমাজের নেতৃবৃন্দ এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন চ্যানেল আইয়ের দর্শক ফোরামের সাধারণ সম্পাদক শেখ হারুন উর-রশিদ।