জাতীয়

এজেন্সির গাফিলতিতে হজযাত্রায় সীমাহীন ভোগান্তি

By Daily Satkhira

August 11, 2017

হজ এজেন্সি গুলোর গাফিলতিতে এবারের হজযাত্রায় ভোগান্তি চরমে পৌঁছেছে। ভিসা হওয়ার পরও নির্ধারিত কোটার শতকরা ৯০ ভাগ হজযাত্রী সৌদি আরব পাঠায়নি ৩৭৭টি হজ এজেন্সি। জানা গেছে, চলতি বছর মোট ৩৭৭টি এজেন্সির সর্বোচ্চ ২৬৪ জন থেকে সর্বনিম্ন ছয়জন পর্যন্ত হজযাত্রীর ভিসা থাকার পরও ইচ্ছাকৃতভাবে যাত্রী না পাঠানোর ফলে হজ ফ্লাইটের সিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। ইতোমধ্যে হজ ফ্লাইট বাতিল হয়েছে ২৭ টি। এর মধ্যে ২৩টিই বাংলাদেশ এয়ারলাইন্সের। এভাবে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন হজযাত্রীরা।

এ দিকে ভিসা থাকার পরও সৌদি আরবে হাজী না পাঠানোয় ৩৭৭টি হজ এজেন্সিকে আশকোনা হজ অফিসে ডেকে নিয়ে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। হজ ফ্লাইট বাতিলে এজেন্সিগুলোকে দায়ী করে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোসাদ্দিক আহম্মেদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে এ ক্ষতির পরিমাণ ১৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।