সাতক্ষীরা

শহরের কাটিয়া মুসা মসজিদ সংলগ্ন পৌরসভার চলাচলের রাস্তার উপর প্লান ছাড়াই বাড়ি ও সিঁড়ি নির্মাণ ॥ পৌর কর্তৃপক্ষ নিরব

By daily satkhira

October 01, 2016

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাটিয়া মুসা মসজিদ সংলগ্ন উত্তর দিকের চলাচলের রাস্তার উপর জায়গা দখল করে প্লান ছাড়াই বাড়ি ও সিঁড়ি নির্মাণ। পৌর কর্তৃপক্ষ নিরব। দেখার কেউ নেই। অভিভাবকহীন হয়ে পড়েছে সরকারি রাস্তাগুলো। রাস্তার উপর গৃহ নির্মাণ, ঘরের সানসেট ও ঘরে প্রবেশের সিঁড়ি। সরেজমিনে গিয়ে দেখা যায় ঐ এলাকায় রাস্তা দখল হয়ে যাচ্ছে। চলাচলের রাস্তা দখল করার হিড়িক পড়েছে। পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো.আব্দুস সেলিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মহিদুল ইসলাম রাস্তার উপর ঘর নির্মাণ করছিল সংবাদ পেয়ে বাঁধা দিয়েছিলাম সার্ভেয়ার ও ইঞ্জিনিয়ার নিয়ে নিষেধ করেছিলাম। সে পরে রাস্তার উপর ঘর ও সিঁড়ি নির্মাণ করেছে শুনেছি এবার পৌর বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। এলাকাবাসী ও সচেতন মহলের দাবী চলাচলের রাস্তা দখল করে ঘর নির্মানের উৎসব চললে সরকারি রাস্তাগুলো বেদখল হলে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে সড়কগুলো। তাই জরুরী ভিত্তিতে এ ধরনের দখলদারদের হাত থেকে রাস্তার জায়গা উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।