মাহফিজুল ইসলাম আককাজ : অসহায় পানিবন্দী মানুষের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখতে সরেজমিন পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তিনি শুক্রবার বিকালে পৌর এলাকার বদ্দিপুর কলোনী এলাকায় যান এবং গাড়ি রেখে পায়ে হেটে পানিবন্দি অসহায় সাধারণ মানুষের পাশে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এসময় তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তির অপরিকল্পিত ঘের তৈরি ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে প্রতি বছর এই এলাকার মানুষ বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে পড়ে মানবেতর জীবন-যাপন করে যা আমাকে খুবই কষ্ট দেয়। এই এলাকার মানুষ এবারো আমাকে বৃহস্পতিবার জানিয়েছে। আমি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের মোবাইল ফোনের মাধ্যমে সাকলা স্লুইস গেটের পাটা সরিয়ে পানি নিষ্কাষণের নির্দেশ দিয়েছি। আমার এলাকার জনগণ কষ্ট পেলে আমিও কষ্ট পাই। যারা কিছু পয়সার জন্য সাধারণ মানুষকে এভাবে কষ্ট দেয় তারা কখনও শান্তি পাবেনা। গরিব অসহায়দের ক্ষতি করলে মহান আল্লাহ-তায়ালা তাদের ক্ষমা করবেননা। দীঘ দেড় মাস যাবৎ এই এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে। ঋষি পাড়া এলাকার মানুষ খুবই বেশি পানিবন্দি হয়ে পড়েছে। দীর্ঘদিন পানিবন্দি হয়ে পড়ায় ঐ এলাকায় বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। কোথাও হাটু সমান আবার কোথাও বুক সমান পানি। কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সুপেয় খাবার পানি ও পশু খাদ্য জরুরি হয়ে পড়েছে। এসময় মীর মোস্তাক আহমেদ রবি এমপি অসহায় পানিবন্দি মানুষের দুঃখ দেখে ব্যথিত হন এবং তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাষণের ব্যবস্থা গ্রহণ করতে বলেন।