খেলা

সাতক্ষীরা স্টেডিয়ামে অনুর্ধ ‘১৬ বক্সিং খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন

By Daily Satkhira

August 23, 2016

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় প্রতিভা অন্বেষণের লক্ষ্যে জেলা স্টেডিয়ামে ১০ দিনব্যাপী  অনুর্ধ ১৬ বক্সিং খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্মসুচি ২০১৬ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের যৌথ সমন্বয়ে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ শেখ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের চীফ কোচ সৈয়দ মহিউদ্দিন, সহকারি কোচ সুশান  জেলা ক্রীড়া সংস্থার ট্রেজারার সাইদুর রহমান শাহিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, মো. আলতাপ হোসেন, মোফাচ্ছিনুল ইসলাম তপুসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তবৃন্দ। জেলার ৪০ জন প্রতিভাবান খেলোয়াড় প্রশিক্ষণে অংশ নেয়।  সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।