নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সমাজ ভিত্তিক দূর্যোগ ঝুঁকি হ্রাস (সিবিডিআরআর) কর্মসূচীর আওতায় প্রাণি সম্পদ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রটারি শেখ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, রেড ক্রিসেন্ট মানবতার কল্যাণে সব সময় সেবা দিয়ে থাকে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বি করতে রেড ক্রিসেন্ট কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের উত্তর সারসা ইউনিটের অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের ২০ হাজার টাকা করে ২৫ টি পরিবারের মাঝে গরু ক্রয়ের জন্য চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য কাউন্সিলর জ্যোৎন্সা আরা, মীর মঈনুল ইসলাম, মীর মোশারফ হোসেন মন্টু, প্রভাষক শেখ শরিফুল ইসলাম, জেলা ইউনিট অফিসার আতিকুর রহমানসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সদস্য ও উপকার ভোগীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তালা ইউনিটের বাকি বিল্লাহ ও যুব ইউনিট প্রধান এস.এম আরিফুর রহমান জেমস্ ।