সাতক্ষীরা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মত ডায়ালাইসিস শুরু

By Daily Satkhira

August 11, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কিডনী রোগীদের পরীক্ষামূলকভাবে ডায়ালাইসিস চিকিৎসা সেবা শুরু করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয়তলায় ৪টি ডায়ালাইসিস মেশিন দিয়ে এ পরীক্ষামূলক চিকিৎসা শুরু করা হয়েছে। সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজে এই ৪টি মেশিন স্থাপন করা হয়। এটি কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান ও প্রকল্প পরিচালক ডা. দেলোয়ার হোসেন জেলার কিডনী রোগীদের সরকার নির্ধারিক ফি দিয়ে স্বল্প খরচে চিকিৎসা সেবা দিতে দ্রুত এ উদ্যোগ নেন। এখন থেকে আর ঢাকা-খুলনা নয় সাতক্ষীরাতে শুক্রবার প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে ৩ জন কিডনী রোগীকে ডায়ালাইসিস এর মাধ্যমে চিকিৎসা দিয়েছেন ডা. শেখ ফয়সাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মনোয়ার হোসেন মো. হাদিউজ্জামান বাদশা প্রমুখ।