কালিগঞ্জ

কালিগঞ্জে ঠাকুরমা’র শেষকৃত্যের পর সাপের কামড়ে শিশুর মৃত্যু

By Daily Satkhira

August 12, 2017

এম. বেলাল হোসাইন : ঠাকুরমায়ের শেষকৃত্য শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সাপের কামড়ে মৃত্যু হলো সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের শিশু সুপ্রভা ম-লের। শনিবার সকাল ৮টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত সুপ্রভা ম-ল কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের শচ্চীদানন্দ ম-লের মেয়ে ও শ্যামনগর উপজেলার নকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। শ্যামনগর সরকারি মহসিন কলেজের বাংলা বিভাগের প্রধান শচ্চীদানন্দ ম-ল জানান, পেশাগত কারণে তিনি দীর্ঘদিন শ্যামনগরে বসবাস করেন। অসুস্থ বাবা অশ্বিনী কুমার ম-ল ও মা ভারতী ম-লকে দেখতে বৃহষ্পতিবার সন্ধ্যায় স্বপরিবারে তিনি বিষ্ণুপুর বাড়িতে আসেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ভারতী রানী ম-লকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যায় বাঁশতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তারা বাড়িতে চলে আসেন। রাতে তার সঙ্গে একই ঘরে শুয়ে ছিলো সুপ্রভা। শুক্রবার দিবাগত রাত দু’ টোর দিকে সুপ্রভা (১২) পেটে ব্যথা করছে বলে তাকে জানায়। কিছুক্ষণ পরে তার দম নিতে কষ্ট হচ্ছে ও গলা দিয়ে লালা আসছে বলে ইশারা করে তাকে জানায়। বিষয়টি বুঝে ওঠার আগেই সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে শরীরের লক্ষণ বুঝে তারা জানতে পারেন যে সুপ্রভাবে সাপে কামড়িয়েছে। শনিবার সকাল ৮টার দিকে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে সুপ্রভার লাশ বাড়িতে নিয়ে গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বারের মত দেখতে হাজারো মানুষ ভিড় জমায়।