জাতীয়

সারাদেশে ভারি বর্ষণের শঙ্কা

By Daily Satkhira

August 12, 2017

ন্যাশনাল ডেস্ক : বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে মৌসুমী বায়ু। এর ফলে আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে চলমান বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।