তালা

তালায় জাতীয়পার্টির মাজার জিয়ারত ও যৌথ সভা

By daily satkhira

October 01, 2016

তালা প্রতিনিধি : তালা উপজেলা জাতীয়পার্টির উদ্যোগে শনিবার সকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগাম প্রস্ততি হিসেবে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর আলোকে তালার মাগুরার জিন্দাপীর জয়নুদ্দীন (রঃ) সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে  নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করা হয়। এরপর বেলা ১১ টায় তালা ডাকবাংলায় উপজেলা জাতীয়পার্টিও এক যৌথ সভা সদর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয়পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক  সাংবাদিক জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, জালালপুর ইউনিয়ন সভাপতি মোঃ হাসেম আলী, খলিলনগর সভাপতি শিক্ষক মোঃ গাউস, খেশরা সভ্পাতি মোঃ ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, খলিষখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শামসুর রহমান, মোঃ আব্দল জবক্ষার কাগজী,মোঃ জালাল উদ্দীন বিশ্বাস, রহমত আলী গোলদার, ডাঃ ইমান গাজী, ডাঃ আব্দুল খালেক, আব্দুর রশিদ সরদারম যুবসংহতি নেতা মোঃ শফিকুল ইসলাম, মতিয়ার সরদার, বাহারুল ইসলাম ,লুৎফর রহমান,মহসীন হোসেন, সরুলিয়া সভাপতি মাঃ আবুল বাশার, ছাত্রসমাজের নেতা কাজী জীবন হাসান আলী বাচ্চু, ইউনুস আলী সরদার, যুধিষ্টির চক্রবর্তি, সোহাগ হোসেন, তরুনপার্টির নেতা মুকুল সরদার, ইউনুস আলী মোড়ল। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জাতীয়পার্টিও যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হাসান।  যৌথ সভায় জাতীয়পার্টি ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন্ । সভায় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ দিদার বখ্ত কে তালা-কলারোয়া আসন থেকে বিজয়ী করতে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া। এবং আগামী ১৫ অক্টোবর শনিবার বিকেলে তালা ডাকবাংলায় সদর ইউনিয়ন এবং ২২ অক্টোবর খলিলনগর হাইস্কুল চত্বরসহ অন্যান্য ১০ টি ইউনিয়নে পর্যায়ক্রমে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়।