ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে শুক্রবার বহিষ্কার করেছে পেরু। পাল্টা ব্যবস্থা হিসেবে এর কয়েক ঘণ্টা পর কারাকাসও পেরুর রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অধীনে ভেনিজুয়েলায় ‘গণতন্ত্র ধ্বংস’ হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে পেরু। খবর এএফপি’র।
পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটিতে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূত দিয়েগো মোলেরোকে দেশত্যাগের জন্য পাঁচ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে।
এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভেনিজুয়েলা সরকারও দেশটিতে নিযুক্ত লিমার রাষ্ট্রদূত কার্লোস রোসিকে পাঁচ দিনের মধ্যে ভেনিজুয়েলা ত্যাগের নির্দেশ দিয়েছে।
ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানায়, ‘পেরুর সরকারের গৃহীত পদক্ষেপের আলোকে, আমরা ভেনিজুয়েলায় পেরুর চার্জ ডি’ অ্যাফেয়ার্সকে বহিষ্কার করছি। ’
ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে বহিষ্কারের জন্য পেরুর কংগ্রেসে ভোটাভুটির কয়েকদিন পর দেশটি এই সিদ্ধন্ত নিল।