কলারোয়া ডেস্ক ঃ কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৪ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি ৩২/৩এস এর ৩ আরবির কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বিএসএফ আকটকৃত বাংলাদেশী খুলনার সুতারখালী গ্রামের মৃত মেছের আলীর ছেলে আসাদুল গাজী (৫০), ঝালবাড়ীয়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মিজানুর রহমান (২০), নলিয়ান গ্রামের জিয়ারুর গাজীর স্ত্রী সপ্না বেগম (২০)কে কাঁকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক শ্রী উহলা সিং মারমাসহ উপস্থিত বিজিবি’র কাছে হস্তান্তর করে। অপর দিকে একই সময় উত্তর ভাদিয়ালী সীমান্তে এক পতাকা বৈঠকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শাহাজাহানপুর গ্রামের হান্নান এর ছেলে মহিদুল ইসলাম (২৫)কে বিএসএফ মাদরা বিজিবি’র নায়েক বাচ্চু হালদারের নিকটে হস্তান্তর করেন। এঘটনায় কলারোয়া থানায় পৃথক ভাবে দুটি মামলা দায়ের হয়েছে।