প্রেস বিজ্ঞপ্তি: বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরা শিশু ইব্রাহিমকে দেখতে ঢাকা মেডিকেলর বার্ন ইউনিটে গেলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। শুক্রবার দেশে ফিরেই তিনি বার্ন ইউনিটে যান ইব্রাহিমের খোঁজখবর নিতে। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (আই ই আর) কাজী ফারুক হোসেন, সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহীন, বাংলাদেশ ছাত্রলীগের উপ কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক ওসমান গণি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানব সম্পাদক উন্নয়ন সম্পাদক মাহমুদ হুসাইন পারভেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী অরুপ ব্যানার্জী, তাহমিদ সুজা, তৌহিদুল ইসলাম প্রমুখ। এসময় তিনি বলেন, শিশু ইব্রাহিমের চিকিৎসা বাংলাদেশ সম্ভব না। তবে ঢাকা মেডিকেলের চিকিৎসদের মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক সাহেবের মাধ্যমে সরকারের পক্ষ থেকে ইব্রাহিমকে সুস্থ্য করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য গত ২৬ জুলাই সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে বিরল রোগ্রে আক্রান্ত ইব্রাহিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া তিনি এসময় ইব্রাহিমের চিকিৎসা খরচের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।