আসাদুজ্জামান : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিজিবি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫ বোতল বিদেশী মূল্যবান মদ জব্দ করেছে। রোববার সকালে উপজেলার উত্তর হাড়দ্দা কারিগর পাড়া এলাকা থেকে উক্ত মদ গুলো জব্দ করা হয়। জব্দকৃদ বিদেশী মদের (পিনকন) মূল্য ৮২ হাজার ৫’শ টাকা। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। বিজিবি জানায়, দেবহাটা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মূল্যবান মদ আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবি ব্যাটেলিয়নের শাখরা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুর বারিক খান-এর নেতৃত্বে একটি টহল দল সকালে উপজেলার উত্তর হাড়দ্দা কারিগর পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮২ হাজার ৫’শ টাকা মূল্যের ৫৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্যসমূহ ১৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়। বিজিবি ১৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন এ ঘটনা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্য সমুহ পরবর্তী যৌথ পর্ষদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ধ্বংস করা হবে।