সাতক্ষীরা

আলাউদ্দীন হত্যা মামলার জব্দ তালিকার স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ

By Daily Satkhira

August 13, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার দৈনিক পত্রদুত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীন হত্যা মামলার জব্দ তালিকার একজন স্বাক্ষীর জবানবন্দি গ্রহন করেছে আদালত। রোববার জনার্কীন আদালতে জেলা দায়ারা জজ জোয়াদ্দার আমিরুল ইসলাম উক্ত জবানবন্দি গ্রহন করেন। তবে ইতিপূর্বে জব্দ তালিকার অপর সাক্ষী শেখ নুরুল হকের সাক্ষ্য সম্পন্ন না হওয়ায় ২১ তম সাক্ষী শেখ আজমল হককে জেরা করেন নি আসামীপক্ষ। আগামী ২০ আগস্ট রোববার আদালত সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন। ১৯৯৬ সালের ১৯ জুন দৈনিক পত্রদুত অফিসে কর্মরত অবস্থায় ঘাতকের গুলিতে প্রাণ হারাণ স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীন। এঘটনায় নিহতের ভাই স.ম নাসির উদ্দীন বাদি হয়ে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৫দিন পর পুলিশ শহরের সুলতানপুর থেকে যুবলীগ কর্মী কাজী সাইফুল ইসলামকে গ্রেফতার করে। সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহত অস্ত্র উদ্ধার করে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি সুলতানপুরের সাইফুল্লাহ কিসলু (বর্তমানে মৃত) তার ভাই খলিলুল্লাহ ঝড়–, তার আর এক ভাই মোমিন উল্লাহ মোহন, আলিপুরের আব্দুস সবুর, নগরঘাটার আব্দুর রউফ, তার শ্যালক আবুল কালাম, সুলতানপুরের কাজী সাইফুল, আতিয়ার রহমান, এসকেন্দার মির্জা ও প্রাণসায়রের সফিউর রহমানকে আসামি করে চার্জশীট দাখিল করে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করছেন পিপি এড. ওসমান গনি। তাকে সহায়তা করেন এড. এসএম হায়দার, এড. ফাহিমুল হক কিসলু, এড. তপন কুমার দাস। আসামী পক্ষের আইনজীবি ছিলেন, এড. আব্দুল মজিদ, জিএম লুৎফার রহমান প্রমুখ।