সাতক্ষীরা

ডি,বি ইউনাইটেড হাইস্কুলে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা

By Daily Satkhira

October 02, 2016

কবিরুল ইসলাম, ব্রহ্মরাজপুরঃ- “আজকের আবিষ্কার আগামি প্রযুক্তির ও উন্নয়নের চাবিকাঠি”।এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ডি,বি ইউনাইটেড হাইস্কুলে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা ২০১৬।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সদর উপজেলার ২০১৬ সালের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ মোমিনুর রহমান মুকুল।উপস্থিত ছিলেন বাবু ধনজ্ঞয় সরকার সহকারী সমন্বয়কারী,অগ্রগতি সংস্থা,সাতক্ষীরা।এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,বর্তমান যুগ বিজ্ঞানের যুগ।বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।তিনি বলেন,বিজ্ঞান বিষয়ে শিশুদের আগ্রহ বাড়াতে প্রতিবছর এইমেলার আয়োজন করা হবে।আজকের এই ক্ষুদ্র ক্ষুদ্র আবিষ্কারে শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস তৈরি  হবে।যা তাদের ভবিষ্যৎ জিবনে কাজে লাগবে । একদিন এইসব শিশুদের মধ্যে হতে বাংলাদেশের ভবিষ্যৎ বিজ্ঞানী তৈরী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও সহযোগী সংগঠনদের ধন্যবাদ জানান।এ প্রতিযোগীতায় মোট ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। মিনি ড্রোন আবিষ্কার করে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন মাসুম বিল্লাহ(৯ম) ও কেয়ামনি রাণী মন্ডল(৭ম)।লবণ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে যৌথভাবে দ্বিতীয় স্থান  অর্জন করেন আল আমিন ও মেহেদী হাসান (১০) এবং ওয়াটার কুলার তৈরি করে তৃতীয় স্থান অর্জন করেন সাইদুর রহমান (৬ষ্ঠ)।অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন “ফ্রিডম ফাউন্ডেশন,ঢাকা এবং বাস্তবায়নে-অগ্রগতি সংস্থা সাতক্ষীরা।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।